ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ের ধনাঢ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী কুমিল্লার দুই সহোদর 

অনলাইন রিপোর্ট॥
তাজিজ রিয়াল এস্টেট এর স্বত্বাধিকারী কুমিল্লাবাসী তথা বাংলাদেশের গর্ব দুই সহোদর মোঃ জাকারিয়া মজুমদার ও মোঃ কামরুল ইসলাম মজুমদার, কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুর মজুমদার বাড়ির জনাব আবু তাহের মজুমদারের সুযোগ্য সন্তান। দীর্ঘ ২০ বছর যাবত তারা সুনামের সহিত  ব্যবসায়িক  কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন দুবাইতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে তাদের বেশ কয়েকটি ব্যবসায়িক শাখা অফিস। দুবাইয়ে অসংখ্য ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এই দুই ভাইয়ের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান তাজিজ রিয়াল ইস্টেট।
                               
দীর্ঘ ১৬ বছর ধরে সুনামের সাথে রিয়াল এস্টেটের ব্যবসা করে যাচ্ছেন, যেখানে চাইলে সহজেই একজন বাংলাদেশী নাগরিক তাদের মাধ্যমে দুবাইয়ে স্বল্প খরচে বাংলাদেশের মত করেই আবাসিক বা ব্যবসায়িক প্লট ও ফ্ল্যাটের শতভাগ মালিকানা লাভ করতে পারবেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি দেশের আগ্রহী নাগরিকরা চাইলে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে দুবাইয়ে শিল্পনগরী তৈরী করা বা উক্ত প্রকল্পসমূহের শেয়ারহোল্ডার হওয়ার  সুবর্ণসুযোগ রয়েছে বলে রক্তিম সূর্যের এই বিশেষ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় তারা মতামত ব্যক্ত করেন। তাদের সার্বিক তত্বাবধানে যেমন করে প্লট, ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়ি, ক্রয় করার যেমন রয়েছে বিশেষ সুবিধা তেমনি
উক্ত ব্যবসায়িক প্রকল্পে  শেয়ার মালিকদের লগ্নিকৃত অর্থ ৮ থেকে ১২ বছরের মধ্যেই লাভ সহ মূলধন ফেরত পাওয়ার সম্ভাবনা ও আশাবাদ তারা ব্যক্ত করেন। যেখানে রয়েছে কিস্তিতে অর্থ পরিশোধের মত বিশেষ সুবিধা সমূহ।
                               
দুই ভাইয়ের রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি Zakaria electronic & security solution L.L.C,  TAZIZ REAL ESTATE  L.L.C  অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান দেশে এবং দুবাইতে রয়েছে। যার লভ্যাংশ দিয়ে তারা দেশে, বিদেশে, নিজ এলাকায় অসহায় গরীব দুঃস্থ পরিবারদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিনিয়তই ভূমিকা রেখে চলেছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয়

দুবাইয়ের ধনাঢ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী কুমিল্লার দুই সহোদর 

প্রকাশিত : ০৬:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
অনলাইন রিপোর্ট॥
তাজিজ রিয়াল এস্টেট এর স্বত্বাধিকারী কুমিল্লাবাসী তথা বাংলাদেশের গর্ব দুই সহোদর মোঃ জাকারিয়া মজুমদার ও মোঃ কামরুল ইসলাম মজুমদার, কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুর মজুমদার বাড়ির জনাব আবু তাহের মজুমদারের সুযোগ্য সন্তান। দীর্ঘ ২০ বছর যাবত তারা সুনামের সহিত  ব্যবসায়িক  কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন দুবাইতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে তাদের বেশ কয়েকটি ব্যবসায়িক শাখা অফিস। দুবাইয়ে অসংখ্য ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এই দুই ভাইয়ের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান তাজিজ রিয়াল ইস্টেট।
                               
দীর্ঘ ১৬ বছর ধরে সুনামের সাথে রিয়াল এস্টেটের ব্যবসা করে যাচ্ছেন, যেখানে চাইলে সহজেই একজন বাংলাদেশী নাগরিক তাদের মাধ্যমে দুবাইয়ে স্বল্প খরচে বাংলাদেশের মত করেই আবাসিক বা ব্যবসায়িক প্লট ও ফ্ল্যাটের শতভাগ মালিকানা লাভ করতে পারবেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি দেশের আগ্রহী নাগরিকরা চাইলে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে দুবাইয়ে শিল্পনগরী তৈরী করা বা উক্ত প্রকল্পসমূহের শেয়ারহোল্ডার হওয়ার  সুবর্ণসুযোগ রয়েছে বলে রক্তিম সূর্যের এই বিশেষ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় তারা মতামত ব্যক্ত করেন। তাদের সার্বিক তত্বাবধানে যেমন করে প্লট, ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়ি, ক্রয় করার যেমন রয়েছে বিশেষ সুবিধা তেমনি
উক্ত ব্যবসায়িক প্রকল্পে  শেয়ার মালিকদের লগ্নিকৃত অর্থ ৮ থেকে ১২ বছরের মধ্যেই লাভ সহ মূলধন ফেরত পাওয়ার সম্ভাবনা ও আশাবাদ তারা ব্যক্ত করেন। যেখানে রয়েছে কিস্তিতে অর্থ পরিশোধের মত বিশেষ সুবিধা সমূহ।
                               
দুই ভাইয়ের রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি Zakaria electronic & security solution L.L.C,  TAZIZ REAL ESTATE  L.L.C  অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান দেশে এবং দুবাইতে রয়েছে। যার লভ্যাংশ দিয়ে তারা দেশে, বিদেশে, নিজ এলাকায় অসহায় গরীব দুঃস্থ পরিবারদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিনিয়তই ভূমিকা রেখে চলেছেন।